ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পানিতে ডুবে প্রাণ গেল জমজ বোনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ নভেম্বর ২০২১ , ০৬:২০ পিএম


loading/img
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পানিতে ডুবে আদিবা ইসলাম ও আরিফা ইসলাম নামে দুই বছর বয়সী জমজ বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

রোববার (৭ নভেম্বর) সকালে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অস্টগ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত আরিফা ও আদিবা উত্তরপাড়ার আলী হোসেনের মেয়ে। 

বিজ্ঞাপন

স্বজন ও পুলিশ জানান, রোববার (৭ নভেম্বর) সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে শিশু দুটি পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে একপর্যায়ে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |