ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

প্রবাসী নারীর বাড়ি ভাঙচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ০৯:৩২ পিএম


loading/img
প্রবাসী নারীর বাড়িঘর ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১২ নভেম্বর) সকালে হামলা চালিয়ে এক প্রবাসী নারীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় শিশুসহ চার নারী আহত হয়েছেন।
 
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় শুক্রবার সকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘদিন আগে ওই এলাকার আব্দুল বারেকের স্ত্রী সৌদি আরব প্রবাসী নারী জাহানারা বেগম পৈত্রিক ওয়ারিশ সূত্রে ৬ সতাংশ পাওয়া জমিতে ঘরবাড়ি নির্মাণ করেন। এরপর তিনি বিদেশে চলে গেলে অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে ওই ঘরবাড়ি ভাঙচুর করে বিবাদীরা। আবার বিদেশে থেকে ফিরে ওই জমিতে গত বৃহস্পতিবার থেকে ফের ঘরবাড়ি নির্মাণ করছিলেন। 

বিজ্ঞাপন

কিন্তু শুক্রবার সকালে নির্মাণ কাজ চলমান অবস্থায় বিবাদী ইব্রাহিম হোসেন, সামছুল আলম, নাসির উদ্দিন, আজাহার হোসেন, আমিনুল ইসলাম, হুমায়ুন হোসেন, শাহীন, আব্দুল হকসহ ১৬ থেকে ১৭ জন লোক সেখানে হামলা চালায়। 

হামলা চালিয়ে তারা দুটি ঘর, খুটি, ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা  জাহানারা বেগম, মনোয়ারা বেগম ও রেহেনা আক্তারকে আহত করে। লুট করে নেওয়া হয়েছে স্বর্ণালংকার, টিন কিনার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকা মালামাল। হামলা ও ভাঙচুরে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধন করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে বাড়িতে গেলে ওই বিবাধীরা ওই প্রবাসীর শিশু ছেলে তামিমকে পিটিয়ে আহত করা হয়।
 
হামলার শিকার জাহানারা বেগম আরটিভি নিউজকে বলেন, বিদেশ থেকে এসে পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে ঘরবাড়ি নির্মাণ করতেছি। কিন্তু বিবাদীরা অবৈধভাবে ওই জমি দখলের জন্য হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুট করে। এ সময় আমাকে ও আমার ছেলেসহ আরাও দুইজন নারীকে পিটিয়ে আহত করে। এছাড়া স্বর্ণালংকার লুট ও ভাঙচুরসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার এএসআই হাসান আল মামুন আরটিভি নিউজকে বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়া হবে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |