ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কালভার্টের নিচ থেকে পাওয়া গেল ৬৬ লাখ জাল টাকা

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ , ১০:০৮ এএম


loading/img
জাল টাকা

লালমনিরহাট সদর উপজেলার কেন্দ্রীয় জেলখানা রোড এলাকা থেকে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, এক ব্যক্তি বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরার জন্য ফাঁদ পাততে গিয়ে কাঁদার মধ্যে হাত দিতেই একটি টাকার বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।

বিজ্ঞাপন

সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, রাতে ঘটনাস্থল থেকে ৬৬ বান্ডিল এক হাজার নোট উদ্ধার করি। টাকাগুলোর গায়ে লাকি কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার সংবলিত লেখা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার (১৭ নভেম্বর) রাতে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। তবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আবারও ওই জায়গায় অভিযান চালানো হবে। অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |