দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের নাতিকে অপহরণ করেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত নারীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই নারীকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৭ নভেম্বর) গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার চড়কতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। এ সময় অভিযুক্ত নারী থেকে অপহৃত শিশু জিম বাবুকে (৩) উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার হঠাৎপাড়া গ্রামের বৃদ্ধ জিয়ারুল ইসলাম (৫২) বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন। সেই সুবাদে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দপুর-কালিতলা গ্রামের নুর জামালের স্ত্রী রিপা বেগমের (২৬) সঙ্গে তার পরকীয়া প্রেম গড়ে ওঠে। জিয়ারুল দীর্ঘদিন থেকে রিপা বেগমকে বিয়ে করার আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি না হওয়ায় রিপা বেগম কৌশলে গত সোমবার (১৫ নভেম্বর) বিকেলে জিয়ারুলের বাড়িতে গিয়ে তার নাতি জিম বাবুকে (৩) অপহরণ করে নিয়ে যান।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শিশু অপহরণের সঙ্গে জড়িত এক নারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বুধবার (১৭ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার চড়কতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে অপহরণ হওয়া শিশু জিম বাবুকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নারী এবং ভুক্তভোগীর নানা দুই জনেই মাদকাসক্ত। একসঙ্গে মাদক সেবনের সুবাদে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রতি দিয়েও ভুক্তভোগীর নানা জিয়ারুল ইসলাম আসামিকে বিয়ে না করায় শিশু জিম অপহরণ হয়।
জিএম/এসকে