ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ল‌ঞ্চে নারী হত্যার ঘটনায় বে‌রি‌য়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ব‌রিশা‌ল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ , ০২:১৪ পিএম


loading/img
ব‌রিশা‌লে ল‌ঞ্চ

ব‌রিশা‌লে ল‌ঞ্চে হত্যাকা‌ণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বে‌রি‌য়ে এসেছে। স্বামীই হত্যা করেছে স্ত্রী‌কে। এই ঘটনায় ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। 

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকা‌লে ঢাকা ব‌রিশাল রুটের কুয়াকাটা ২ ল‌ঞ্চের লস্কর কেবি‌ন থে‌কে শার‌মিন আক্তার না‌মে যে যুবতীর মরদেহ উদ্ধার করা হয় তাকে তার স্বামী মাসুদ হত্যা ক‌রে‌ছে ব‌লে অভি‌যোগ এনে শার‌মি‌নের বাবা এনা‌য়েত হো‌সে‌ন বাদী হ‌য়ে‌ থানায় মামলা করেছেন। 

রা‌তে তি‌নি আরটিভি নিউজকে জানিয়েছেন, টি‌ভি দেখে জান‌তে পারেন তার মে‌য়ের মরদেহ উদ্ধার হ‌য়ে‌ছে। তারপর বাবুগ‌ঞ্জের মীরগঞ্জের উত্তর র‌ফিয়াদী থে‌কে এসে মে‌য়ে‌র মরদেহ শনাক্ত ক‌রেন। 

বিজ্ঞাপন

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, এক বছর পূ‌র্বে ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপ‌জেলার প‌শ্চিম গোপালপুর এলাকার বা‌সিন্দা জ‌লিল হাওলাদা‌রের ছে‌লে মাসুদ হাওলাদা‌রের সা‌থে বি‌য়ে হয় মে‌য়ে শার‌মিন আক্তা‌রের। 
 এরআগে ব‌রিশাল এয়ার‌পোর্ট থানায় আমা‌র মে‌য়ে‌কে বি‌য়ের প্রলোভ‌নে ধর্ষণের একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা নিস্প‌ত্তির জন্য উভয় প‌রিবা‌রের সম্ম‌তি‌তে ২০১৯ সা‌লের ১৭ ন‌ভেম্বর তা‌দের বি‌য়ে হয়। বি‌য়ের পরবর্তী‌তে শার‌মিন‌কে আমা‌দের থে‌কে বি‌চ্ছিন্ন ক‌রে নেওয়া হয়। এরপর বি‌ভিন্ন সময় শার‌মিন‌কে নির্যাত‌নের খবর শু‌নে‌ছি এবং পরে এক সময় তারা দু'জন মা‌ঝে ম‌ধ্যে আলাদা থাক‌তো বলে জানা গেছে।  

শার‌মিন ১২ বছর ধ‌রে ঢাকার তেজগাঁওয়ের কু‌নিপাড়ায় থে‌কে একটি গা‌র্মেন্টে‌সে চাকরি কর‌তো। বি‌য়ের  আগে আমা‌দের আর্থিক সহ‌যোগিতা কর‌লেও বি‌য়ের পর কো‌নো খোঁজ খবর রাখ‌তো না। এমন‌কি তারা যে ব‌রিশা‌লে ল‌ঞ্চে ক‌রে আস‌ছে সেটাও আমরা জানতাম না। 

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ওসি আজমুল ক‌রিম আরটিভি নিউজকে ব‌লেন, মরদেহ উদ্ধা‌রের ঘটনায় শার‌মি‌নের বাবা বাদি হ‌য়ে এক‌টি হত্যা মামলা দা‌য়ে‌র ক‌রে‌ছেন। মামলার তদন্ত কর‌বে নৌ-পু‌লিশ।

বিজ্ঞাপন

ব‌রিশাল নৌ-সদর থানার ওসি হাসনাত জামান ব‌লেন, আসামিকে গ্রেপ্তা‌রে অভিযান অব্যাহত রয়েছে।

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |