ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ , ০২:২৮ পিএম


loading/img
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্যের অভিযোগ তুলে মামলার আবেদন করা হয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে। এ মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে মহিউদ্দিন হেলাল নাহিদকে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। এ সময় সাইবার ট্রাইবুনালের বিচারক মোহা. বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করে আদেশের পরবর্তী তারিখ নির্ধারণের জন্য রেখে দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বলেন, ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ বিভিন্ন নারীদের নিয়ে অশালীন কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এ ছাড়াও তিনি দেশের সকল নারীকে অসম্মান করেছেন। সরকার তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেই তার বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে তার অপরাধের শাস্তির দাবিতে এ মামলার আবেদন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আদালত এই মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় আনবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নাহিদ রেইনস নামে একটি ফেইসবুক আইডি থেকে ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্য প্রচার করায় তাকেও এই মামলার আসামি করা হয়েছে। নাহিদ রেইনস হলো মহিউদ্দিন হেলাল নাহিদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |