মোশতাক দোষ করেছেন কিন্তু ফরিদপুরবাসী তো কোনো দোষ করেনি। ফরিদপুরবাসীর ওপর প্রধানমন্ত্রী কোনো কারণে রাগ করে থাকলে তিনি যেন ক্ষমা করে দিয়ে ফরিদপুর নামে বিভাগ করেন। আমরা ফরিদপুর নামে বিভাগ চাই।
ফরিদপুরে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর নামে বিভাগ করার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ দাবি তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গুলজার আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘মেঘনা’ নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নামে ফরিদপুর বিভাগ করা হবে। এই প্রস্তাবের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খুনি মোশতাকের সঙ্গে কুমিল্লার নাম মিশে আছে। এ জন্য কুমিল্লার ‘কু’ নামে বিভাগের নাম দেওয়া হবে না। কিন্তু আমরা ফরিদপুরবাসী তো কোনো দোষ করিনি। তারপরও যদি আমরা ফরিদপুরবাসী কোনো দোষ করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিয়ে ফরিদপুর নামেই বিভাগ চাই।
এমআই/টিআই