ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

হাত-পায়ের রগ কাটা অবস্থায় তরুণীর লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ , ০৮:৫২ এএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহ শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মপল্লীর লালু মিয়ার গলি এলাকায় হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত তরুণী জেলার ধোবাউড়ার উপজেলার সানাউল্লাহর মেয়ে সালমা আক্তার (২২)। তিনি স্বামী রাজিব মিয়ার সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বেশ কয়েক মাস ধরে ওই দম্পত্তি শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মপল্লীর লালু মিয়ার গলি এলাকায় বসবাস করে আসছেন। তবে তারা দুজনই মাদকাসক্ত। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া করেন সালমা। পরে ঘরের দরজা বন্ধ করে মাদকাসক্ত অবস্থায় তিনি ধারালো কিছু দিয়ে নিজের হাত ও পায়ের কবজির দিকে কাটার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |