নওগাঁয় চোখ উপড়ে ফেলা ও লিঙ্গ কর্তন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার লস্করপুর নামক রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় ও নাম ঠিকানা এখনও জানা যায়নি।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, সকালে রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল আরটিভি নিউজকে জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।অজ্ঞাতনামা ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়াও তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এমআই/এসকে