ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সবজির ব্যাগে পাওয়া গেল ৫ কোটি টাকার মূর্তি

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ , ০৩:০৭ পিএম


loading/img
কষ্টিপাথরের মূর্তি

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি সবজির ব্যাগ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সান্তাহার স্টেশনের পাশে সবজিভর্তি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে  সবজি ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

সান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আযম বলেন, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |