ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ , ০৪:১৯ পিএম


loading/img
পৌর এলাকার কলেজ রোড

মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২৫ জন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোড ও কলেজ রোড এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। দুপুর দুইটা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

অপরদিকে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ইসলামিয়া কলেজ মাঠে চলছে জেলা বিএনপির সমাবেশ। 

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |