ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শিশুর শরীরে গরম পানি ঢেলে প্রতিশোধ 

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ , ০৮:১০ এএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে এক প্রতিবন্ধী ভিক্ষুকের শিশু সন্তানের শরীরে গরম পানি ঢেলে ছেলের প্রতিশোধ নিয়েছে এক নারী।

বিজ্ঞাপন

এতে ওই শিশুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের নামোদুরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ঝলসে যাওয়া ওই শিশুর নাম মদিনা খাতুন (১০)। সে স্থানীয় এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা চায়নাল একজন প্রতিবন্ধী ভিক্ষুক। এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

শিশুর বাবা চায়নাল হক আরটিভি নিউজকে বলেন, গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাড়িতে মদিনা মায়ের সঙ্গে ভাত রান্না করছিল। এ সময় ভাতের গরম পানি (মাড়) সে বাড়ির বাহিরে ফেলে দেয়। ওই সময় প্রতিবেশী আশিক (৮) ওই পাশ দিয়ে যাওয়ার সময় কয়েক ফোটা ভাতের পানি (মাড়) তার গায়ে পড়ে। বিষয়টি আশিক বাড়িতে গিয়ে তার মা আদরী বেগমকে বলে দেয়। এতে ওই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তার একদিন পর বুধবার দুপুরে ছেলের প্রতিশোধ নিতে আশিকের মা বাড়িতে পানি গরম করে। পরে ওই গরম পানি নিয়ে মদিনার বাড়িতে যায়। এ সময় হঠাৎ পিছন থেকে আশিকের মা আদরী মদিনার গায়ে গরম পানি ঢেলে পালিয়ে যায়। পরে মদিনাকে ঝলসে যাওয়া অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী আরটিভি নিউজকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ নেই। এখন পর্যন্ত এ ধরনের ঘটনার খবর শুনিনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |