ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ০২ জানুয়ারি ২০২২ , ০৩:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করায় আছাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ জানুয়ারি) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। জানা গেছে, মৃত আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালির সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

এদিকে, অতিরিক্ত মদ্যপান করায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে আরও দুই যুবক চিকিসাধীন অবস্থায় রয়েছে। তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।
 
পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, আছাদুল ইসলাম থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করেন। পরে সে শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭নং ওয়ার্ডে ভর্তি করেন। সর্বশেষ ভোর ৪টার দিকে ওই যুবক  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপান করায় আছাদুল ইসলাম নামে এক যুবক রাজশাহী মেডিকেল হাসপাতালে  চিকিসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |