টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৪০) কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা গ্রামের বাসিন্দা। তিনি একটি জীবনবিমা কোম্পানিতে চাকরি করতেন।
জানা গেছে, রোববার (২ জানুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। ট্রাকটি উল্টে মোটরসাইকেলের ওপরে পড়ে। এ সময় ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজরুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও ঘাটাইল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিএম