ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাড়ির মালিকের অনৈতিক কাজ দেখে ফেলায় ছাত্রকে খুন 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জানুয়ারি ২০২২ , ০১:০২ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

যশোরে আবাসিক ছাত্রাবাসের বাড়ির মালিকের অসামাজিক কাজের প্রতিবাদ করায় মো. রাকিবুল ইসলাম নামের এক কলেজছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে লোহাগড়া থানার অফিসার শেখ আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নড়াইল সদর হাসপাতাল মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ সময় নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। 

নিহতের স্বজনরা জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের কাতার প্রবাসী আনিসুর রহমানের ছেলে রাকিবুল যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতো। যশোরে পড়াশুনার সুবাদে রাকিবুল যশোর শহরের ওয়াবদা গ্যারেজ রোডে মিলন তানহা নামে একটি ছাত্রাবাসে থাকতো। 

বিজ্ঞাপন

এদিকে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাকিবুলের রুমমেট রাজু মোবাইল ফোনে, রাকিব স্ট্রোক করে মারা গেছে বলে স্বজনদের খবর দেয়।স্বজনরা গিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাকিবুলের মৃতদেহ দেখতে পায়। সে সময় স্বজনরা মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে ঝাঁকিতে মরদেহ থেকে রক্ত ক্ষরণ হতে থাকলে নিহতের মাথায় আঘাত দেখতে পেয়ে, স্বজনরা রাকিবুলের হত্যার বিষয় বুঝতে পেরে মৃতদেহসহ তারা লোহাগড়া থানায় গিয়ে অভিযোগ দেয়।

মিলন তানহা ছাত্রাবাসের যে বাড়িতে অবস্থিত ওই বাড়িওয়ালা মিলনের সঙ্গে ছাত্রাবাসের কাজের বুয়ার অসামাজিক কার্যকলাপ সম্প্রতি রাকিবুল দেখে ফেলে। পরে এসব কাজে না জড়াতে বাড়িওয়ালাকে নিষেধ করে। এরই জেরে রাকিবুলকে তার রুমমেটদের সহায়তায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমন অভিযোগ করেতার পরিবার । 

এ দিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী ৩ সদস্য বোর্ডের প্রধান ডা. দীপঙ্কর কুমার জানান, রাকিবুলের মাথায় ধারাল অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে কি না সেটি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারণ হবে। 

বিজ্ঞাপন

লোহাগড়া থানার অফিসার শেখ আবু হেনা মিলন বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল যশোর কোতোয়ালি থানাধীন হওয়ায় সেখানে মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

জিএম/এসকে 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |