নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকার জেরে অটোভ্যান চালক মহসিনকে হত্যার দায়ে অভিযুক্ত বন্ধু সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মহসিন একই গ্রামের আবু তালেবের ছেলে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
পুলিশ সুপার আরটিভি নিউজকে বলেন, নিহত মহসিনের বিবাহের সময় তার বন্ধু সাখাওয়াত হোসেনের নিকট থেকে তিন হাজার টাকা ধার নেয়। আসামি সাখাওয়াত হোসেন জিয়া সেই টাকা সুদের উপর নিয়েছিলেন। পরে মহসিন এক হাজার টাকা পরিশোধ করলে অবশিষ্ট ২ হাজার টাকা দুই মাস পার হয়ে গেলেও ফেরত দেয়নি। পরের সমিতির লোকজন সাখাওয়াত হোসেন জিয়াকে পাওনা টাকা পরিশোধ করতে চাপ দিতে থাকে।
সন্ধ্যায় মহিষবাতান মোড়ে আসলে তাকে পাওনা টাকার বিষয়ে কথা বলতে থাকে সাখাওয়াত হোসেন। কথা বলার পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় সাখাওয়াত হোসেন ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা ইট সিমেন্ট ঢালাই এক টুকরো তুলে নিয়ে সজোরে মহসিনের মাথায় আঘাত করলে মহসিন জ্ঞান হারিয়ে ফেলে। পরে সেখান থেকে তাকে ২০০ গজ দক্ষিণে একটি হলুদ ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে পুনরায় কয়েকবার মাথায় আঘাত করে মহসিন মৃত্যু নিশ্চিত করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়।
এমআই