ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ইউপি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত তাড়াশ উপজেলার প্রার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : আরটিভি নিউজ

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ , ০২:৩৫ পিএম


loading/img

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।এই ধাপে দেশের মোট ১৩৭টি ইউনিয়নে ভোট হবে।

বিজ্ঞাপন

আজ (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনি প্রচার। শেষ মুহূর্তে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। 

নির্বাচনে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ও মাধাইনগর ইউনিয়নের প্রার্থী ও কর্মী-সমর্থকরা।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিসসূত্র জানায়, সপ্তম ধাপে সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ও মাধাইনগর ইউপিতে ৭ ফেব্রয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। এই দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৭১ জন ভোটযুদ্ধে লড়বেন।

দুটি ইউপির ২০টি ভোটকেন্দ্রে মোট ৩২ হাজার ৪১৫ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। ভোটরদের মন জয় করতে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের হাট-বাজার ও পাড়া মহল্লা।

এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |