ঢাকা

হিলিতে ১০ টাকার গোলাপ ৫০ টাকা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ১০:১৫ পিএম


loading/img
গোলাপ ফুল

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দুই দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে ফুলের দোকানে তরুণ-তরুণীদের ভিড় বেড়েছে। প্রিয়জনকে উপহার দিতে নানা ধরনের ফুল কিনছেন তারা। কেউ কেউ ফুলের মালা কিনছেন। বেশি দামে ফুল বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা। ১০ টাকার গোলাপ ৫০ টাকা দরে বিক্রি করেছে দোকানগুলোতে। 

বিজ্ঞাপন

ফুল কিনতে আসা উম্মে কুলসুম আক্তার রুমা আরটিভি নিউজকে বলেন, আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ ছাড়াও আমি ফুল খুবই পছন্দ করি। তাই ফুল কিনতে এসেছি। তাই ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য কিনতে এসেছি। এবার ফুলের দামটা তুলনামূলকভাবে অনেকটা বেশি।

হিলির বেলি ফুল ঘরের মালিক আব্দুল বাতেন শেখ জানান, প্রতিটি গোলাপ আকার ভেদে ৫০ টাকা থেকে ১০০ টাকা, প্রকারভেদে ফুলের তোড়া ১৫০ থেকে ২০০ টাকা, মাথার মুকুট প্রকারভেদে ১৫০ থেকে ২৫০ টাকা, অর্কিড ফুল ২০ থেকে ২৫ টাকা করে বিক্রি হচ্ছে। 

বিজ্ঞাপন

এসব ফুলের দাম গত বছর কিছুটা কমে বিক্রি হয়েছিল। স্কুল-কলেজ বন্ধ। ছেলে-মেয়েরা ফুল কিনতে আসছে, তবে তা স্বাভাবিক সময়ের চেয়ে কম। বিক্রি ভালোই হচ্ছে। দামটা যদি কম থাকত তাহলে বিক্রি আরও বাড়ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |