ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নওগাঁয় মঙ্গলবার খুলছে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:০২ পিএম


loading/img
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা মহামারিতে নতুন শিক্ষাবর্ষে (২০২১-২২)  দীর্ঘ একমাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর নওগাঁয় আগামীকাল মাধ্যমিক (৬ষ্ঠ থেকে দ্বাদশ) পর্যায়ে সরকারি-বেসরকারি প্রায় ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। 

বিজ্ঞাপন

জেলা শিক্ষা বিভাগের তথ্যমতে, যথাযত স্বাস্থ্যবিধি মেনে এবং দুই ডোজ টিকা সম্পূর্ণ করা শিক্ষার্থীরা কাল (২২ ফেব্রুয়ারি) থেকে ক্লাস শুরু করতে পারবেন। 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান- জেলায় উচ্চমাধ্যমিক স্কুল ৪৪৪টি, মাদরাসা ২৫০টি এবং কলেজ পর্যায়ে ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল থেকে পাঠদান শুরু হবে। স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহন করতে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি জানান- প্রাথমিক অবস্থায় আগামীকাল থেকে ৬ষ্ঠ এবং সপ্তম শ্রেণি সপ্তাহে এক দিন, ৮ম এবং ৯ম শ্রেণিতে সপ্তাহে দুই দিন এবং দশম শ্রেণিতে ছুটির দিন বাদে প্রতিদিন পাঠদান কার্যক্রম হবে।

এদিকে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আজ থেকে পরিষ্কার করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |