ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাবাকে না পেয়ে ২২ মাসের শিশুকে কুপিয়ে জখম

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৩৯ এএম


loading/img
ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে পিতাকে না পেয়ে ২২ মাসের এক শিশুকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

গত সোমবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গুরুত্বর আহত ওই শিশুর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে। আহত শিশু আব্দুর রহমান ওই গ্রামের সৌদি প্রবাসী শাহীন আলমের সন্তান। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আহত শিশুর বাবা শাহিন আলম আরটিভি নিউজকে বলেন, গত সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদক ব্যবসায়ী আল ইসলাম, নজরুল ইসলাম, শুভ ও সুমনসহ একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমি প্রাণ ভয়ে বিল্ডিংয়ের ভিতর লুকিয়ে দরজা বন্ধ করে রাখি। সন্ত্রাসীরা আমাকে না পেয়ে গেইটের সামনে থাকা আমার ২২ মাসের দুধের শিশু আব্দুর রহমানকে কুপিয়ে জখম করে চলে যায়। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আল ইসলাম ও নজরুল বাহিনীর কাছ থেকে আমি আগেও হামলার শিকার হয়েছি। ১১ মাস আগে তারা আমাকে মারার জন্য হামলা করেন। নিশানা ঠিক রাখেতে পারেনি বলে আমি বেঁচে যাই। ওই ব্যাপারেও থানায় অভিযোগ আছে। তখন স্থানীয় মাতব্বররা এটি মীমাংসা করে দেন। এখন আবার আমাকে মারার জন্য ঘরে এসে আক্রমণ করে। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার নিষ্পাপ দুধের শিশুটিকে কুপিয়ে মাথা ও চোখের উপরে হাড় বের করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। এমন ন্যক্কারতম ঘটনায় যে নরপশুরা জড়িত তাদের অবিলম্বে আটক করে সুষ্ঠ বিচারের দাবি করি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার আরটিভি নিউজকে বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক। আটক অভিযান অব্যহত রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |