খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় আগুনে পুড়েছে ৯টি বসতঘর।
মঙ্গলবার (১ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ওই এলাকার স্লুইচ গেট সংলগ্ন ইব্রাহিম মাদরাসা রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ৯টি ঘর পুড়ে যায়।
শখুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে সম্পূর্ণ আগুন নেভাতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। আগুনে ৯টি ঘর পুড়েছে। পার্শ্ববর্তী অন্যান্য বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তির বাড়ির রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়। এরপর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এখানকার অধিকাংশ ঘর সেমিপাকা ও টিনশেডের। মুহূর্তের মধ্যে ৯টি ঘর পুড়ে যায়।