ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

২০ কোটি টাকার মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ , ০৩:০৬ পিএম


loading/img
বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আটকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার মধইল গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে হেলাল উদ্দিন (৬০) ও আকবরপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)। হেলাল উদ্দিন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আকবরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদে গতকাল সোমবার রাতে এনএসআই ও পুলিশ ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর (দক্ষিণপাড়া) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের রাজমিস্ত্রি কাউছার আলীর ঘর থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। অভিযানের সময় হেলাল উদ্দিন ও আলতাফ হোসেনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী সংবাদমাধ্যমকে বলেন, পলাতক কাউছার আলী মূর্তি ক্রয় বিক্রয় চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন থেকে তাকে গোয়েন্দা সংস্থা নজরদারিতে রাখে। পরবর্তীতে লোদিপুর গ্রামে অভিযান চালিয়ে হেলাল উদ্দিন ও আলতাফ হোসেনকে আটক করা হলেও কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুন পালিয়ে যান। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |