ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সেই চালককে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে বাস বন্ধ

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ , ০৪:১২ পিএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীর কাটাখালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাসচালক আব্দুর রহিমকে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে বাস বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনে শ্রমিক নেতারা এ কথা বলেন।

মানববন্ধনে অভিযুক্ত বাসচালকের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী অংশ নেয় শত শত শ্রমিক।

বিজ্ঞাপন

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে আব্দুর রহিমকে কারাগার থেকে মুক্তি না দিলে ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে বাসসহ সকল যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলি, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, নাটোর জেলার সভাপতি মুসতারুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ দুপুরে দুপুরে রাজশাহী কাটাখালির কাপাশিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হন। দুর্ঘটনায় নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |