জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর পাসপোর্ট কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্ধোধন করলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আইয়ুব চৌধুরী। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্নারের উদ্বোধন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিজি আইয়ূব চৌধুরী বলেন, পাসপোর্ট সেবা গ্রহণকারীদের সকলকে নির্বিঘ্নে সেবা প্রদান করা, নির্ধারিত সময়ের মধ্যে এমআরপিকে ই-পাসপোর্ট দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন ও সর্বোচ্চ পাসপোর্ট প্রদানে সক্ষমতা অর্জন এবং সেবার মান আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা সর্বোচ্চ পাসপোর্ট প্রদানে সক্ষমতা অর্জন করেছি। করোনাকালীন পরিস্থিতিতেও পাসপোর্ট সেবা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে গেছি। ই-পাসপোর্ট প্রদানের গতি আরও বাড়ানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পাসপোর্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু মো. সাইদ।