রাজশাহীর বাগমারায় ট্রলির ধাক্কায় এরশাদ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মচমইল বাজারে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ নওগাঁ জেলার আরজি নওগাঁ গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, এরশাদ আলী কয়েক দিন পূর্বে মচমইল গ্রামে তার খালুর বাসায় বেড়াতে এসেছিলেন। দীর্ঘদিন থেকে নিহত এরশাদ আলী চাকা লাগানো জুতা পায়ে দিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো। অন্যান্য দিনের মতোই শনিবার সকালে এরশাদ খালুর বাসা থেকে চাকা লাগানো জুতা পায়ে রাস্তায় বের হলে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এরশাদের মৃত্যু হয়।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ আরটিভি নিউজকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় সকালেই মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।