ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

তিন শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ 

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ , ১২:৫৫ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত ব্যক্তি

কুমিল্লার বরুড়া উপজেলায় একই মাদরাসার তিন শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলী আকবরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে বুধবার (২৩ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের আলী আজমের ছেলে আলী আকবর (৫৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৯ ও ২০ মার্চ বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামে তিন শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুরা মাদরাসার মাঠে খেলতে নামে এবং আলী আকবরের বাড়ির আশপাশে ঘুরতে যায়। তাদেরকে চকলেট ও ১০ টাকার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান আলী আকবর। পরে তিনি শিশুদের ধর্ষণ করে। দুদিনে তিন শিশু ধর্ষণের ঘটনায় কুমিল্লাজুড়ে চাঞ্চল্য হয়। 

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্ত আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |