ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দুই বছর পর শোলাকিয়া হবে ঈদের জামাত

কিশোরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ০৬ এপ্রিল ২০২২ , ০৭:১৯ পিএম


loading/img
ফাইল ছবি

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৫ তম ঈদের জামাত। 

বিজ্ঞাপন

আজ বুধবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় করোনা মহামারি দূর না হওয়ায় ও নিরাপত্তার স্বার্থে আগত মুসল্লিদের সাথে জায়নামাজ ও মাস্ক ব্যতীত কোন কিছু না আনার জন্যও সিদ্ধান্ত হয়। এছাড়া নিরাপত্তা জোরদারের স্বার্থে মোবাইল ফোন নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহাজাহানসহ পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে ঈদের বড় জামাত নিষিদ্ধ থাকায় বিগত দুই বছর যাবত শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত বন্ধ ছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |