বরগুনার পাথরঘাটায় ডকইয়ার্ডে অগ্নিকাণ্ডে সমুদ্রগামী পাঁচটি মাছধরার ট্রলার পুড়ে গেছে।
রোববার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আবদুল কাদেরের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।
মাওলানা আবদুল কাদের জানান, রোববার রাত ৮টার দিকে কাজ শেষ করে ডকইয়ার্ডের সারেং বাড়ি চলে যায়। পরে রাত ১১টার দিকে হঠাৎ আগুন লেগে ইলিয়াস কোম্পানির একটি, সেলিম ফরাজীর একটি ও পনু রাঢ়ির দুটি ট্রলার পুরোপুরি এবং এনামুল হোসাইনের একটি ট্রলার আংশিক পুড়ে যায়। তবে ধারণা করছি, কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে দিয়েছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ট্রলারগুলোতে দাহ্যপদার্থ থাকায় আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি করা হবে।