ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়লেন হাকিম!

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ , ১২:৪৩ পিএম


loading/img

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, বিষয়টি জানা যায়নি।

নিহত আবদুল হাকিম খান (৫৫) উপজেলার জয়েন বড়ধূল গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছার কয়েক মুহূর্ত আগে রেলসড়কের ওপর ঝাঁপ দিয়ে শুয়ে পড়েন তিনি। এ সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান হাকিম।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে আমরা আসার আগেই মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |