লক্ষ্মীপুরে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪২ জন ভিক্ষুকের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় অসহায়, গরিব ও অসুস্থ ২২১ জনকে ১১ লাখ ৫ হাজার টাকার দেওয়া হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
জেলা সমাজ সেবার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে অসহায়, গরিব সুস্থ ২২১ জনের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১১ লাখ ৫ হাজার টাকা এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ৪২ জনের মাঝে ২৫ হাজার টাকা করে ১০ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।