ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ক্রমেই বাড়ছে গাড়ির চাপ। বুধবার (২৭ এপ্রিল)রাত ৮ টার পর থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাত বাড়ার সাথে সাথে গাড়ির চাপ আরো বাড়বে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকাগামী গাড়ির দীর্ঘ সারি রয়েছে। তবে যানজট সৃষ্টি হয়নি। গাড়ি চলমান রয়েছে।