ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঈদে মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ মে ২০২২ , ০৯:২২ এএম


loading/img
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঈদ উপলক্ষে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মে) সকালে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৪ মে) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলামের ছেলে সজিব মিয়া (১৪)। 

বিজ্ঞাপন

জানা গেছে, সজিব ঈদুল ফিতর উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। বাবা রাজি না হওয়ায় সজিব অভিমান করে। পরে বুধবার (৪ মে) রাতে সে তার বসতঘরের ধর্ণারের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে বাবার ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সজিব। এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |