ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩০ মে ২০২২ , ১১:৪৪ পিএম


loading/img
আব্দুল বারিক

জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক (৪৮) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার মালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত আব্দুল বারিক আক্কেলপুর উপজেলার মালিগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত কাশেম আকন্দের ছেলে। সে গ্রামের একটি মসজিদের মুয়াজ্জিন।  

বিজ্ঞাপন

(ওসি) সাইদুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত পাঁচ মাস পূর্বে উপজেলার মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের দশম শ্রেণিতে অধ্যয়রত এক ছাত্রীকে আরবি শিক্ষা বিষয়ে প্রাইভেট পড়াতেন আব্দুল বারিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মুয়াজ্জিন আব্দুল বারিক। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আব্দুল বারিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত শিক্ষক আব্দুল বারিককে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |