• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন 

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ৩১ মে ২০২২, ১২:২৬
আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন 
ফাইল ছবি

আর্থিক লেনদেনকে কেন্দ্র রাজশাহীতে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার (৩০ মে) রাত ১টার দিকে নগরীর হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই যুবকের নাম মো. রাব্বি। তিনি হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে।

এ ছাড়াও নিহত রাব্বি একটি বরফ মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিহতের বন্ধু ইমনকে আটক করেছে পুলিশ। তবে উভয়ের মারামারি করার সময় প্রতিরোধ করতে গিয়ে অভিযুক্ত ইমনও গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। আর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, দুই বন্ধুর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছু দিন থেকে ঝামেলা চলছিল। সোমবার গভীর রাতে এলাকার নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের পাশে তাদের দুজনের মধ্যে ওই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে কোপায়। হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করে। এতে রাব্বি ঘটনাস্থলে মারা গেলেও ইমন গুরুতর আহত হয়।

এ বিষয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ আরটিভি নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত সরকার আলেম-ওলামাদের ওপর তাণ্ডব চালিয়েছে: জামায়াত আমির
পেমেন্ট জটিলতার মধ্যেই রাজশাহীকে জয় উপহার দিলেন বিজয়-তাসকিনরা
সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী
টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী