ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

অভিযানের মুখে দাম কমলো চালের

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জুন ২০২২ , ০৮:৩০ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

দেশের অন্যতম প্রধান চালের মোকাম নওগাঁয় অভিযানের ৩য় দিনে খুচরা ও পাইকারি চাল বাজারে কিছুটা দাম কমেছে। পৌর খুচরা ও পাইকারি চাল বাজারে গতকাল বৃহস্পতিবার (২ জুন) প্রকারভেদে পাইকারি বাজারে বস্তা (৫০ কেজি ) প্রতি ১০০ থেকে ১৫০ টাকা এবং খুচরা বাজারে ২থেকে ৩ টাকা চালের দাম কমেছে। 

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রশাসনের অভিযানের মুখে ধানের বাজারে ১৫০ থেকে ২০০ টাকা কমে যাওয়ায় চালের বাজারে তার প্রভাব পড়েছে। এছাড়া নতুন চালের সরবরাহ বাড়ায় বাজারে চালের সংকট না থাকায় জিরাশাইল, নাজিরশাইল, বি আর -২৮, সাম্পাকাটারীসহ সব ধরনের চালের দাম কমেছে ।

পৌর চাল বাজারের ব্যবসায়ী তাপস কুমার আরটিভি নিউজকে বলেন, সরকারের অভিযানের কারণে মিল মালিকরা ধান মজুত করতে পারছে না । তারা ধানগুলোকে ক্রাসিং করে দ্রুত তা চাল করে বাজারে বিক্রি করছেন। তাই সরবরাহ বেশি থাকায় খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কমেছে। এছাড়া ধানের মোকামগুলোতে দাম কমে যাওয়ার কারণে চালের বাজারে তার প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে পৌর বাজারে চাল কিনতে আসা ক্রেতা আসাদুল আরটিভি নিউজকে বলেন, গত সপ্তাহে জিরাশাইল এক বস্তা (৫০ কেজির) চাল ১ হাজার ৮৫০ টাকা দামে কিনেছিলাম । মাঝখানে বাজারে চালের দাম বেড়েছে। এক বস্তা চাল কিনতে এসে পূর্বের মূল্যের চেয়ে ১০০ টাকা কমে ১ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনেছি।

এদিকে জেলায় গত তিন দিনের অভিযানে জেলায় ৪২টি মামলায় ৪ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। খাদ্য বিভাগের সহযোগীতায় কৃষি বিপনন আইন ২০০৮, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ আইনে অভিযুক্তদের মামলা ও জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান আরটিভি নিউজকে বলেন, ইতিমধ্যে অভিযানের ফলে বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। এছাড়া ধান-চালের মজুত বিষয়ে তথ্য সংগ্রহ করতে প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একাধিক দল মাঠে কাজ করছে এবং তা চলমান থাকবে। যেখানে ধান-চালের মজুতের বিষয়ে কোনো ধরনের সমস্যা পাওয়া গেলে সেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |