• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২২, ১৫:৫৭
ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

পশ্চিম বরগুনার ভাড়া বাসা থেকে জহিরুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরুল ইসলামের বাড়ি বরিশালের আগরপুরে।

তার বাবা আবদুল লতিফ সিকদার পুলিশে চাকরি করতেন। তার বাবার কর্মস্থল ছিল বরগুনা। সেই সুবাদে জহিরুল ইসলাম বরগুনা থেকেই মাস্টার্স পাস করেছেন। সরকারি চাকরি না পেয়ে গতকাল বরগুনায় মুদি দোকানের উদ্বোধন করেন। ব্যবসা শুরুর ২৪ ঘণ্টা পার না হতেই পাওয়া গেল জহিরুলের মরদেহ।

স্থানীয়রা জানান, জহিরুলের সঙ্গে আবদুর রব লিচু মাস্টারের ছেলে মিথাসের বন্ধুত্ব ছিল। তারা একত্রে পড়াশুনা করত। যে কারণে মিথাসের বাসায় ভাড়া থাকত জহিরুল।

আরেকটি সূত্রে জানা গেছে, জহিরুলের সঙ্গে তার মামাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দাবি, গতরাতে মামাতো বোনের সঙ্গে ঝগড়া করে বিছানার চাদরে গলায় ফাঁস দিয়ে জহিরুল আত্মহত্যা করেছে। তবে জহিরুলের পা মাটিতে লাগানো ছিল। তাতে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। অনেকেরই ধারণা, জহিরুলকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

বরগুনা থানার ওসি আলী আহম্মেদ জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত জহিরুলের বাবা-মা কেউ বেঁচে নেই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
যুবলীগ নেতার আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ
হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা
ফেসবুক লাইভে বাঁচার আকুতি, কিছুক্ষণ পর গাছের ডালে যুবকের মরদেহ