বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টার দিকে তেলিগাতী ইউনিয়নের আব্দুর রহিম খানের ছেলে মোকলেসুর রহমানের (৭০) গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।
মোকলেসুর রহমানের স্ত্রী ও সাত সন্তান রয়েছে। তবে ঘটনার রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। কারা কী কারণে তাকে গলাকেটে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।
ঘটনার বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।