• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবার কুমিল্লায় দুই নবজাতকের নাম পদ্মা-সেতু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২২, ২১:৫৭
এবার কুমিল্লায় দুই নবজাতকের নাম পদ্মা-সেতু

নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লায় দুই জমজ নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।

সোমবার (২০ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই জমজ শিশুর জন্ম হয়। তাদের নাম পদ্মা ও সেতু রাখেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

তিনি জানান, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন।সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। এরপর তাদের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

শিশুদের মা ঝুমুর আক্তার বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও আমাদের স্বপ্নের পদ্মা সেতু কয়েকদিন পর চালু হবে।আমার ইচ্ছা অনুযায়ী বড় মেয়ে নাম পদ্ম ও ছোট মেয়ের নাম সেতু রেখেছি।

নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দুই নবজাতকে উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন
টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী
৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান