ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বন্ধুদের সঙ্গে পিকনিক করা হলো না সিয়ামের

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ জুলাই ২০২২ , ১১:৫১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নওগাঁর সাপাহারে পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহমেদ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিয়াম আহমেদের বাড়ি সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে। তিনি গোলাম আজমের ছেলে। সিয়াম সাপাহার আল হেলাল ইসলামি একাডেমির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তারা সিয়ামের বন্ধু।

বিজ্ঞাপন

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে সিয়াম আহমেদসহ তিন বন্ধু উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের হাঁস কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সবাই রাস্তার ওপরে ছিটকে যায়।
 
এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় আহত হয়। পরে স্থানীয়রা সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করেনি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |