• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ঈদের দিন স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২২, ১১:৫৬
ঈদের দিন স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘাতককে আটক করেছে পুলিশ।

রোববার (১০ জুলাই) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের শাহে আলমের ছেলে নাহিদ (২০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। আটককৃত ব্যক্তি একই এলাকার রায়হান।

জানা গেছে, আজ রোববার সকালে প্রতিবেশী রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে রায়হানের স্ত্রী দৌড়ে নাহিদদের বাসার সামনে যায়। তখন নাহিদ ঝগড়া থামানোর চেষ্টা করে। এ সময় রায়হানের হাতে থাকা বটির কোপ নাহিদের ঘাড়ে গিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, এ সংবাদ পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানকে আটক করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে তুলে নিয়ে নির্যাতন, ঢাকায় নেয়ার পথে যুবকের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু