ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

চেঙ্গি নদীতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ জুলাই ২০২২ , ০৬:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গি নদীতে ডুবে বৈশাখী চাকমা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পানছড়ির সানরাইজ কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর শান্তিপুর পেঁয়াজু পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৈশাখী চাকমা উপজেলার সুতকর্ম্মা গ্রামের ত্রিদিব চাকমা ও সাবিত্রী চাকমার মেয়ে।

বিজ্ঞাপন

নিহতের বাবা ত্রিদিব চাকমা জানান, আজ দুপুর ১২টার দিকে আমার মেয়েকে উত্তর শান্তিপুর সি-বিচ এলাকায় চেঙ্গি নদীর হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে অনেকেই। বেলা দুইটা পর্যন্ত মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করে বিকেল সাড়ে তিনটার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করে। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |