ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বগুড়ায় মন্দিরের মূর্তি ও গয়না চুরি, চোর চক্র গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ১১:০৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বগুড়ায় মন্দিরের মূর্তি ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি করেছে একদল চোর চক্র। তবে ২৪ ঘণ্টার মধ্যেই চোর চক্রকে গ্ৰেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকসূত্রাপুর জহুরুলপাড়া এলাকার মৃত বজলু শেখের ছেলে ফরহাদ হোসেন (৩০), মৃত মতি শেখের ছেলে নয়ন শেখ (৩০), শাজাহানপুর উপজেলার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) এবং চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মৃত মাহাফুজুর রহমানের ছেলে হাসান আলী (৪৫)। 

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম রেজা বলেন, রোববার (২৪ জুলাই) রাতে শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা পিতলের তৈরি দুইটি গোপাল ঠাকুরের প্রতিমা, একটি পিতলের তৈরি হনুমান প্রতিমা, পিতলের তৈরি প্রদীপ, কালী প্রতিমার গলার স্বর্ণের মালা ১টি, একটি চাঁন্দীর মালা, দুইটি কানের দুল, একটি নাকের নথ, একটি টিকলি ও সিসিটিভির মনিটর (৩২ ইঞ্চি) একটিসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সোমবার সকালেই ডালপট্টি পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস গোয়ালা বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশে সদর থানা পুলিশ শহরে অভিযান পরিচালনা করে ফরহাদ, নয়ন ও শফিকুলকে গ্রেপ্তার করে।

পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার হাসান আলীর বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় হাসান আলীকে চোরাই মালামাল রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, চুরির ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদের আদালতে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |