ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ওজন বাড়াতে চিংড়িতে জেলি

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ০৭:৪০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে দশ হাজার টাকার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ফতেহ আলী বাজারে কিছু ব্যবসায়ী মাছে জেলি পুশ করে অবৈধভাবে মাছের ব্যবসা করছেন। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বিষয়টি আমলে নিয়ে মাঠে নামেন ভোক্তা অধিকারের টিম। ঘটনার সত্যতা পেয়ে শাকিল মাছ ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকানের প্রায় ২০ কেজি জেলিযুক্ত মাছ ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |