ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

এবার মালদ্বীপের তরুণী কুমিল্লায়

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এবার মালদ্বীপের তরুণী কুমিল্লার বরুড়ায় এসেছেন। তবে এবারের গল্প ভিন্ন। বিয়ে করতে নয়, স্ত্রী হয়েই স্বামীর দেশে প্রবেশ করেছেন এই তরুণী।

বিজ্ঞাপন

জানা গেছে, বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের বড় ছেলে মোহাম্মদ রাসেলের সঙ্গে মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ এসেছেন।

বুধবার (২৭ জুলাই) রাসেলের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে রাসেল মালদ্বীপ যান। কাজের সুবাদে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনাকালীন সময়ের শুরুতে তাদের পরিচয়। সে সময় থেকেই তাদের মনের মিল। তারপর প্রেম থেকে বিয়ে। ২০২১ সালের অক্টোবর মাসে মালদ্বীপে রাসেল হাব্বাকে বিয়ে করেন। ২০২২ সালের ২৪ জুলাই মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদসহ বরুড়ায় আসেন রাসেল। এরপর থেকে পরিবারের সঙ্গেই আছেন হাব্বা।

মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে হাব্বা। মালদ্বীপের মালে সিটিতে হাব্বার পরিবার ও রাসেলের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মুসলিম রীতিতে বিয়ে হয়।

স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, শুনেছি রাসেল মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন দেশে নিজ বাড়িতেই আছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |