ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বউ সাজতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ , ০৮:৪২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে নিজ ঘরে ওড়না নিয়ে বউ সেজে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে নারায়ণ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শরফিতা দাস (৮) এলাকার অজিত দাশের মেয়ে। তার বাবা-মা কারখানায় কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরফিতা স্কুল ছুটির পর নিজ ঘরে ওড়না নিয়ে বউ সেজে খেলা করছিলো। একপর্যায়ে অসাবধানতাবশত শরফিতার গলায় ওড়না পেঁচিয়ে যায়। পরে তাকে দ্রুত অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান আরটিভি নিউজকে বলেন, কর্ণফুলীতে এক শিশু খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |