ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে প্রাণ হারালেন বৃদ্ধ

নরসিংদী (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ আগস্ট ২০২২ , ০৯:৩০ এএম


loading/img
মো. ইলিয়াস মিয়া

নরসিংদীর রায়পুরায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইলিয়াস মিয়া (৫৫) নামে একজন নিহত। 

বিজ্ঞাপন

গতকাল শনিবার (০৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তালুকান্দি পূর্বপাড়া বেলতলী এলাকায় লাল মিয়া মুন্সির বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াস মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুকান্দি পূর্বপাড়া বেলতলী গ্রামের মৃত মো ইব্রাহিম মুন্সীর ছেলে। এই ঘটনায় ঘাতক উজ্জ্বল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।  সে একই গ্রামের সফিউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, গত নির্বাচনে উজ্জ্বল ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করে। ইলিয়াস মিয়া তার প্রতিপক্ষের নির্বাচন করায় দ্বন্দ্ব চলে আসছিলো। এর জেরে কিছুদিন পূর্বে অভিযুক্ত উজ্জ্বল মিয়ার পারিবারিক বাবা-ছেলের সালিশ দরবার মীমাংসার জন্য যান। ওই সময় উভয়ের মধ্যে মনোমানিল্য হয়। নিহত ইলিয়াস মিয়া গতকাল বাড়ির অদূরে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় উজ্জ্বল অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘাতক উজ্জ্বলকে ঘটনাস্থল থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সময় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা। ছুরিকাঘাতে আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার, মুছাপুর ইউপি চেয়ারম্যান মো হোসেন ভূঁইয়া।  

নিহতের ছেলে খায়রুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, তার বাবা মসজিদ থেকে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত হয়। সে খবর পেয়ে চিকিৎসার জন্য ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে ৭ থেকে ৮টি স্থানে জখম করে। বাবার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘাতক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |