ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ আগস্ট ২০২২ , ০৩:২৮ পিএম


loading/img
শাহীন শেখ

মাদারীপুরের রাজৈর উপজেলায় শাহীন শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ আগস্ট) সকালে উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শাহীন শেখ উপজেলার বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, পরিবারের অন্য সদস্যরা আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে ঘরে একাই ঘুমিয়ে পড়েন শাহীন শেখ। সকালে চৌরাশি এলাকার একটি বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জেরে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

শাহীনের চাচাচো ভাই মো. জব্বার বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |