ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বাড়ির পাশেই যুবককে কুপিয়ে হত্যা 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ আগস্ট ২০২২ , ১২:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে আনোয়ারুল আজিম (৩৩) নামে এক যুবককে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলায় ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল আজিম ধর্মপুর ইউনিয়নের মৃত ফজল বারিকের ছেলে।
  
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুল ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারুল আজিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। 

বিজ্ঞাপন

মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |