ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

৩ মাস পর আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ , ১০:১২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বনের পর্যটন এলাকাগুলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হারবাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলারচর, নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থান নৌযানে চড়ে যেতে পারবেন পর্যটকরা। এ সময় সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরাও।

বিজ্ঞাপন

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের আগ্রহ অনেক বেড়ে গেছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের সময় থেকেই বনে প্রবেশ নিষিদ্ধ থাকায় দর্শনার্থীরা আসতে পারেননি। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দর্শনার্থী পূর্বের তুলনায় অনেক বাড়বে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |