নরসিংদীর রায়পুরায় স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিক সামির বাড়িতে শান্তা বেগম (১৮) নামে এক প্রেমিকা অবস্থান নিয়েছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থা নেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাস আগে উভয় পরিবারের সম্মতিতে একই গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। কিন্তু স্থানীয় স্কুলে পড়ার সময় চার বছর আগে সামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিয়ের পরও স্বামীর অনুপস্থিতিতে মোবাইলে সামির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি। এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিস হয়। গত তিন দিন আগে সালিসি মীমাংসায় স্বামীর সংসার করবে না বলে, তালাক দিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন তিনি। এরপর শনিবার সকালে বাবার বাড়ি থেকে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।
এদিকে প্রেমিককে না পেয়ে বিয়ের দাবিতে অবস্থান করেন ওই তরুণী। এ ঘটনার পর প্রেমিকের পরিবার ঘরে তালাবদ্ধ করে অন্যত্র চলে যায়। একই সঙ্গে প্রেমিক সামিরও উধাও। তবে প্রেমিককে না পেয়ে ওই তরুণী বিয়ের দাবিতে রান্না ঘরে বসে থাকেন। পরে আজ রোববার এখন পর্যন্ত অনশন চলছে।
প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া তরুণী বলেন, সামির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাকে আমার সামনে এনে হাজির করেন। বিয়ের পরও প্রতিনিয়ত তার সঙ্গে কথা হতো আমার। বিয়ে করবে বলে স্বামীর ঘর ছেড়ে বাড়িতে এসেছি। তাকে না পেলে মরে যাব, তাকেই চাই।
এদিকে এ ঘটনার পর থেকে প্রেমিক ও তার পরিবার গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে সামি ও স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।
পৌর কমিশনার নাহিদ মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। আপনাকে পরে এ বিষয়ে মতামত দিতে পারব।